কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে বর্ষা উদযাপন ও মানবিক উদ্যোগ
কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীরা এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষাকে স্বাগত জানিয়েছে। গত ৪ আগস্ট, ২০২৫ তারিখে সিইউবি কালচারাল ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। এটি ছিল আনন্দময় সাংস্কৃতিক উৎসব এবং আন্তরিক মানবিক উদ্যোগের এক অসাধারণ মেলবন্ধন।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রধান ও ক্লাবের উপদেষ্টা মিস রেজিনা সুলতানা। শিক্ষার্থীদের এই উদ্যোগে একদিকে যেমন বর্ষা ঋতুকে বরণ করা হয়েছে, অন্যদিকে তেমনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করা হয়েছে। এই লক্ষ্যেই ত্রাণ সংগ্রহের জন্য একটি তহবিল গঠন করা হয়।
দিনব্যাপী এই উৎসবে শিক্ষার্থীদের সৃজনশীলতার প্রতিফলন দেখা গেছে। বিভিন্ন ধরনের স্টল এবং সুস্বাদু দেশীয় ফলের সমাহার নিয়ে আয়োজিত হয়েছিল 'ফল উৎসব'। এছাড়াও, শিক্ষার্থীদের মানবিকতার পরিচয় হিসেবে অসহায় মানুষের জন্য পুরোনো কাপড় সংগ্রহের একটি সফল অভিযানও পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন প্রফেসর ডক্টর জহুরুল আলম এবং জয়েন্ট রেজিস্ট্রার এ এস এম জি ফারুক শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এই ধরনের সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত প্রশংসনীয়। অনুষ্ঠানের শুরুতে ইংরেজি বিভাগের প্রধান রেজিনা সুলতানা শিক্ষার্থীদের প্রচেষ্টার জন্য গর্ব প্রকাশ করেন এবং তাঁদের মানবিক গুণাবলি বিকাশের ওপর জোর দেন।