গ্রাফিতি কার্যক্রমে শিক্ষার্থীরা
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারের পতনের পর থেকে পুলিশের তৎপরতা না থাকায় বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পাশাপাশি তারা বাড্ডা এলাকা এবং আশেপাশের দেয়ালে দেয়ালে আঁকছেন সচেতনতামূলক গ্রাফিতি।
হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ইশারায় তারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। শুধু তাই নয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে লুট হওয়া জিনিসপত্র ফেরত, বাজার মনিটরিং, রাত জেগে পাহারা দেওয়ার মতো কাজে মগ্ন রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ কেউ দেওয়ালে দেওয়ালে লিখছেন নানা স্লোগান, আঁকছেন গ্রাফিতি। এসবের মধ্য দিয়ে সমাজের বৈষম্য নিরসন এবং আন্দোলনে শহিদদের স্মরণ করছেন তারা। এ দায়িত্ব পালনকালে তারা সহিংসতা, দুর্নীতি ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন। পাশাপাশি মাতৃভূমির সার্বোভৌমত্ব রক্ষার অঙ্গীকার করেন।
এসব কার্যক্রমে তাদের পূর্ণ সহযোগিতা এবং উৎসাহ দেয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃপক্ষ।