কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আইন বিভাগে ভর্তি চলছে
ভর্তিতে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে থাকছে শতভাগ পর্যন্ত বৃত্তির সুযোগ।
অনলাইন লাইব্রেরি, ম্যুট কোর্ট প্রশিক্ষণ, এবং ম্যুট কোর্ট সুবিধা, আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণের সুবিধা, অভিজ্ঞ আইনবিদ দ্বারা বিতর্ক প্রশিক্ষণ, মক আদালত ও আদালতের যুক্তিতর্ক প্রশিক্ষণের সুবিধা এবং দেশ ও বিদেশের ডিগ্রীধারি স্বনামধন্য অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এই বিভাগকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
সিইউবি’র অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম, ল এন্ড ডিবেটিং সোসাইটি, ল এন্ড ম্যুট ক্লাব আইন বিভাগের শিক্ষার্থীদের কাছে অনেক জনপ্রিয়।
বিভাগটির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ম্যুট কোর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়ে থাকেন।
আন্তর্জাতিক ‘ল. ম্যুট কোর্ট’ প্রতিযোগিতা ফিলিপ সি. জেসাপ, অধ্যাপক এন আর মাধবা মেনন এসএএআরসি ল. ম্যুট কোর্ট প্রতিযোগিতা, অধ্যাপক শাহ আলম কন্সটিটিউশনাল ল. ম্যুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থীরা।
চার বছরে ১৪০ ক্রেডিটের ৩৬ কোর্স নিয়ে ৮ সেমিস্টারে এলএলবিতে ভর্তি নিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এখানে সিভিল ল, ক্রিমিনাল ল, ল্যান্ড ল, মিডিয়া ল, কোম্পানি এন্ড ব্যাংকিং ল, হিউম্যান রাইটস ল, কন্সটিটিউশনাল ল, মুসলিম ল, হিন্দু ল, ল অব কন্ট্রাক্ট কোর্স উল্লেখযোগ্য।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮২, ০১৭০৭০৭০২৮৪
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন : cub.edu.bd/apply
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে চুক্তিতে থাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে এলএলবি শিক্ষার্থীদের। এছাড়া উচ্চতর পড়াশুনার জন্য সুযোগ থাকছে কানাডা, ইউকে, মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয়ে।
Admission open for Summer 2025
March 25, 2025
View More
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫: ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক....
February 25, 2025
View More