ইউএমপিএল কে হারিয়ে সিইউবি’র প্রথম জয়
শনিবারের সিইউবি ও ইউএমপিএল এর মধ্যকার ম্যাচটি ছিল টান টান উত্তেজনাপূর্ণ। সিইউবি প্রথমে ব্যাট করে। ৯ ছয় ও ২ চারে সানজাদ শেখের ৩০ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল দেখার মত। শেষে সাকিব আজাদ এর ১৭ বলে ৪০ রানে ইনিংসে ভর করে ১০ ওভারে ১৫২ রানের কঠিন লক্ষ্য ছুরে দেয় সিইউবি।
জয়ের লক্ষ্যে তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইউএমপিএল। দলের ২০ রানে টপ অর্ডারে তিন জন আউট হলে, জিয়াউল ও সালেক এর জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে ইউএমপিএল। কিন্তু আব্দুল্লাহ আল মামুনের কিপ্টে বোলিংয়ের কাছে পরাজয় মেনে নিতে হয় ইউএমপিএলকে।
জয়ে অসামান্য অবদানের জন্যে সিইউবি’র আইন বিভাগের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ সানজাদ শেখ ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
কর্পোরেট ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের সকল খেলা কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হচ্ছে।