ডুবি!
রোজ চুমু খাই বিষে, ডুবি, তাতে কার কি যায় বা আসে?
দেখি আকাশে ভাসে চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, সব দিশেহারা।
আর আমিও...
আমিও হাটতে চাই ওই পথে যেভাবে ডুবে যায় একটা সূর্য,
যেভাবে গাছ কিছু না বলেই দিয়ে যায় আজীবন,
যেভাবে হাওয়া বয়ে যায় দেশ থেকে দেশান্তর।
আমি তো অন্তুর থেকে অন্তিম ভালোবাসা দিতে চাই...
কিন্তু অন্ধকার এই পৃথিবী ভিষন ভীরু, সত্য ভালোবাসতে।
এই যে আমি ডুবে থাকি, হোক না মধু বা বিষে!
তাতে কারো কিচ্ছু আসছে-যাচ্ছে না,
তবুও বাড়ে মানুষের আলোচনা-সমালোচনা,
কানের পাশে কথার ঝুড়ি, তিল, তাল হয়ে পরে।
আলোতে এদের অনেকেরই ফুল ফুটে ওঠে, আমি দেখেছি,
খুবই বিচ্ছিরী, ভয়ংকর এবং কুৎসিত।
জীবনের লোভ মানুষ করে না, করে না ভালোবাসার,
তবুও মানুষ বড় লোভী। তাই আমি ডুবে থাকি, ডুবি!
Faisal Zaman Alik
Student ID: 22213005
Department of Media, Communication & Journalism (MCJ)
Canadian University of Bangladesh
Total Views: 711