সবে মাত্র আকাশের গায়ে,
কমলাময়ই, রঙের চাদর লেগেছে।
গোধূলির বেলায় উষার আলো,
ছেলেখেলায় মেতেছে।
বাস-খানা,সোজা এক টানে চলেছে,
যেন কালকের কোন অবকাশ নেই।
ধীরে ধীরে উষার আলো,
ওই কমলাময় চাদরের কোলে,ঝরে পড়েছে,
যেন আলের দার প্রান্তে কেউ নেই।
এই দীর্ঘ পথে,সঙি হয়ে,
চলছে যে এক,লাল বিত্ত।
যেন বহুকাল পরে,
সঙিকে সাথে পেয়ে দুর হবে একাকিত্ত।
এক নাগালে চলেই যাচ্ছে,
যেন বলতে চাচ্ছে,তার অসমাপ্ত গল্পের কথা।
যতই বলছে, কথা শেষ হচ্ছে না,
যেন গল্পগুজবের আড়ালে বলে যাচ্ছে,
মনে জমে থাকা সব দুঃখ -বেদনা।
দীর্ঘ এই যাত্রার পথে,
সেই রোমাঞ্চকর লাল বিত্তটি একান্ত ভাবে,
মনোমুগ্ধকর এক অসাধারণ,
দৃশ্য স্থাপন করে যাচ্ছে।
যেন অসাধারণ কোন রূপকথার জগতের খোঁজে,
দিবা রাত্রি সন্ধান করে বেড়াচ্ছ।
কি অপরূপ সৌন্দর্যের এই দৃশ্যে,
যেন জ্বলন্ত আগুনের কোন অগ্নিশিখা,
উত্তাল হয়ে,বিত্তের রূপ ধারণ করেছে।
যেন রঙিন এই দুনিয়ার মায়াবী রূপের আলো,
এই সুমহান বিশ্ব দরবারে ছড়াচ্ছে।
Md Rizwan Ullah Shuvo
ID: 20303016
Fall 2020, Student of BBA department
Canadian University of Bangladesh
Total Views: 593